Ajker Patrika

কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০: ০১
কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পার্কিং লাইট জ্বললে ব্যাটারির সঙ্গে সুইচের সংযোগ থাকে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়ির আশপাশে আগুন দেওয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সেই বাস চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের ওপর রাখে।

ঘটনাস্থল পরিদর্শন করা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘বাসে আগুন ধরেছে এটা ঠিক। নাশকতা না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার সামনে রাখা বাসে আগুন দেওয়া অসম্ভব মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত