Ajker Patrika

আবার ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইবি প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৩৪
আবার ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

আবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ শনিবার দ্বিতীয়বারের মতো দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়সংলগ্ন শাখা ছাত্রলীগের কার্যালয়ের বাইরে ও ভেতরে ভাঙচুর করা হয়েছে। অফিসে থাকা চেয়ার, টেবিল, টিভি ও ড্রয়ার ভাঙচুর করে বাইরে ফেলে দেওয়া হয়েছে। কয়েকটি টিন খুলে ফেলা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে মেইন গেটে গ্রাফিতি আর্ট করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে গ্রাফিতি আর্ট করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরাএর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

 এ সময় ‘হইহই রইরই, ছাত্রলীগ গেলি কই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত