যশোরে ছুরিকাঘাতে প্রবাসী খুন

যশোর প্রতিনিধি
Thumbnail image

যশোরে ছুরিকাঘাতে দুবাই প্রবাসীকে খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম সোহেল রানা (৩৫)। আজ বুধবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের কামারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহেল দেয়াড়া ইউনিয়নের হালসা গ্রামের আব্দুর রউফ বিশ্বাসের ছেলে। তিনি ৫ বছর দুবাইয়ে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফেরেন। স্বজনদের ধারণা, স্ত্রীর পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নিহতের ছোট ভাই শাকিল আহমেদ বলেন, পাঁচ বছর আগে সদরের আলমনগর গ্রামের আলিম হোসেনের মেয়ে খুশিকে বিয়ে করেন সোহেল রানা। তাঁদের ঘরে দেড় বছর বয়সী এক ছেলে সন্তানও রয়েছে। সোহেল স্ত্রীকে রেখে দীর্ঘদিন দুবাইয়ে ছিলেন। দুই মাস আগে বাড়িতে ফেরেন। সোহেল বিদেশে থাকার সময়ে পরকীয়ায় জড়ান খুশি। আলমনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারাবীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামী সোহেল দেশে আসার পর তাঁকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করেন খুশি ও তাঁর প্রেমিক ফারাবী।

সেই পরিকল্পনার অংশ হিসেবে বিকেলে সোহেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন খুশি। মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কামারবাড়ি নামক স্থানে পৌঁছালে প্রেমিক ফারাবী তাঁকে গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে খুশি বলেন, ফারাবীর সঙ্গে তাঁর কোনো প্রেমের সম্পর্ক নেই। স্বামীর হত্যাকারী ফারাবীকে আটক করে ফাঁসির দাবি জানান তিনি।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক শফিকুল আলম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত করেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। ফারাবী পলাতক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত