Ajker Patrika

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ বান্ডিল ইউএস ডলার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯: ১৫
ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ৮ বান্ডিল ইউএস ডলার জব্দ

ভারতে পাচারের সময় সীমান্ত থেকে বিপুল পরিমাণে ইউএস ডলার জব্দ করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। আজ বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্তের ৮৫ নম্বর পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার বিকেল ৪টায় ৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার হবে, এমন গোপন তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮ বান্ডিল ডলার জব্দ করা হয়। ৮ বান্ডিল মোট ৮০ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসির সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালনা করেন ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার আহসান কবির এবং টহল কমান্ডার নায়েক ফারুক হোসেনসহ বিশেষ টহল দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত