প্রতিনিধি, খুলনা
পাঁচ মাস পর আগামীকাল (১ সেপ্টেম্বরে) থেকে পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হলেও প্রস্তুত নন ট্যুর অপারেটররা। যে কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। পরবর্তীতে খুলে দেওয়া হলেও ফের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।
তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত ট্যুর অপারেটররা জানতে পেরেছেন ২৯ আগস্ট। এই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে না পারার কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।
এ ব্যাপারে ট্যুর অপারেট অব বাংলাদেশ (টোয়াব) সুন্দরবন বিষয়ক কো চেয়ারম্যান এমডি মাজহারুল ইসলাম কচি বলেন, কখন সুন্দরবন উন্মুক্ত করা হবে তা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। ভ্রমণ পিপাসুরা অগ্রিম যোগাযোগ করছে। বন বিভাগের সিদ্ধান্তের কারণে অনেকের বুকিং ফিরিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত বন বিভাগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ২৯ আগস্ট। এত স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আর যে কারণে পর্যটকদের আগ্রহ থাকলেও এখনো পর্যন্ত কোন ট্যুর অপারেটর ১ সেপ্টেম্বর বনে যাওয়ার বিষয়ে আবেদন করেনি। তবে ৩ সেপ্টেম্বর থেকে ট্যুর অপারেটর পর্যটক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সংগঠনের সভাপতি এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকে পর্যটকেরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কোন পর্যটক নেই। যা আসছে তা নিয়ে বনের উদ্দেশ্যে গেলে চালান থাকবে না।
খুলনা আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ হয়েছিল পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নির্দেশনায়। মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ পর্যটকেরা বনে প্রবেশ করতে পারবেন। বনে যাতে স্বাস্থ্যবিধি মেনে সকলে প্রবেশ করেন সেই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল ২৯ আগস্ট।
সুন্দরবন পশ্চিম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাসিন হোসেন বলেন, আজ সরকারি ছুটি থাকায় এখনো কেউ আবেদন করেননি। হয়তো আগামীকাল আবেদন করতে পারে। তবে করমজল, কালাগাছি যেতে পূর্ব অনুমতি লাগেনা। স্পটে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে যাওয়া যায়। হয়তোবা ১ সেপ্টেম্বর অনেকে ও ভাবে যাবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সাধারণত জুলাই-আগস্ট মাছের প্রজনন মৌসুম। তবে এবার জুন মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য শিকার ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ১ সেপ্টেম্বর থেকে মৎস্য শিকারের জন্য পাশ পারমিট দেওয়া হবে।
পাঁচ মাস পর আগামীকাল (১ সেপ্টেম্বরে) থেকে পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হলেও প্রস্তুত নন ট্যুর অপারেটররা। যে কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৯ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ৭ মাস সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। পরবর্তীতে খুলে দেওয়া হলেও ফের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে চলতি বছরের ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।
তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত ট্যুর অপারেটররা জানতে পেরেছেন ২৯ আগস্ট। এই স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে না পারার কারণে প্রথম দিনে সুন্দরবনে যাওয়ার জন্য এখনো কেউ অনুমতি নেননি।
এ ব্যাপারে ট্যুর অপারেট অব বাংলাদেশ (টোয়াব) সুন্দরবন বিষয়ক কো চেয়ারম্যান এমডি মাজহারুল ইসলাম কচি বলেন, কখন সুন্দরবন উন্মুক্ত করা হবে তা নিয়ে আমরা দ্বিধা দ্বন্দ্বে ছিলাম। ভ্রমণ পিপাসুরা অগ্রিম যোগাযোগ করছে। বন বিভাগের সিদ্ধান্তের কারণে অনেকের বুকিং ফিরিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সুন্দরবন খুলে দেওয়ার সিদ্ধান্ত বন বিভাগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ২৯ আগস্ট। এত স্বল্প সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আর যে কারণে পর্যটকদের আগ্রহ থাকলেও এখনো পর্যন্ত কোন ট্যুর অপারেটর ১ সেপ্টেম্বর বনে যাওয়ার বিষয়ে আবেদন করেনি। তবে ৩ সেপ্টেম্বর থেকে ট্যুর অপারেটর পর্যটক নিয়ে সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
সংগঠনের সভাপতি এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকে পর্যটকেরা যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বর্তমানে কোন পর্যটক নেই। যা আসছে তা নিয়ে বনের উদ্দেশ্যে গেলে চালান থাকবে না।
খুলনা আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ হয়েছিল পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের নির্দেশনায়। মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ পর্যটকেরা বনে প্রবেশ করতে পারবেন। বনে যাতে স্বাস্থ্যবিধি মেনে সকলে প্রবেশ করেন সেই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল ২৯ আগস্ট।
সুন্দরবন পশ্চিম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাসিন হোসেন বলেন, আজ সরকারি ছুটি থাকায় এখনো কেউ আবেদন করেননি। হয়তো আগামীকাল আবেদন করতে পারে। তবে করমজল, কালাগাছি যেতে পূর্ব অনুমতি লাগেনা। স্পটে গিয়ে অনুমতি নিয়ে ভেতরে যাওয়া যায়। হয়তোবা ১ সেপ্টেম্বর অনেকে ও ভাবে যাবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সাধারণত জুলাই-আগস্ট মাছের প্রজনন মৌসুম। তবে এবার জুন মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য শিকার ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ১ সেপ্টেম্বর থেকে মৎস্য শিকারের জন্য পাশ পারমিট দেওয়া হবে।
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১৫ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
১৮ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৯ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে