তারেক জিয়া কি এসেছে, প্রশ্ন শেখ হেলালের

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ১৮: ০৯

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘কয়দিন আগে ফখরুল সাহেব ও আমান সাহেবেরা কত বড়বড় কথা বলে গেছে। ১১ ডিসেম্বর নাকি তারেক জিয়া দেশে আসবে। কই তারেক জিয়া কি আসছে? ও তো পালাইছে। মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছে। আমান উল্লাহ বলেছিল ১০ তারিখের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। সেটা আর হবে না।’

আজ সোমবার বেলা ১২টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার চরচিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতলা ও বড়বাড়িয়া ইউনিয়নের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। 

এমপি শেখ হেলাল উদ্দীন বলেন, ‘ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে দল আবারও ক্ষমতায় যাবে। কারণ বাংলাদেশের মানুষ একজন সফল প্রধানমন্ত্রী পেয়েছে। তাঁরা আবারও তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’

বাগেরহাট-১ আসনের এ সংসদ সদস্য আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার আর একবার দরকার। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। আজ দেশের মানুষ শতভাগ বিদ্যুৎ ভোগ করছে। পদ্মা সেতু হয়েছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের বাকি স্বপ্নগুলো বাস্তবায়নে বারবার দরকার শেখ হাসিনা সরকার।’ 

এ সময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন রহমতপুর ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন, মৈজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও উপজেলা আনসার ব্যারাক উদ্বোধন এবং নালুয়া ফুটবল মাঠ ও চিতলমারী উপজেলা চত্বরে শীতবস্ত্র বিতরণ করেন। 

এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানের সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাইজুল ইসলাম তারা, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়া ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক  মো. জাহাঙ্গীর উকিল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত