চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গায়ে ফোসকা নিয়ে চিকিৎসা নিতে আসা এক রোগীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ বলে ধারণা করছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।
মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভারদহ গ্রামের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, উপসর্গ থাকলেও পরীক্ষা না করে নিশ্চিত করে বলা যাচ্ছে না। রোগীর নমুনা সংগ্রহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা ৬০ বছর বয়সী এক নারীকে হাসপাতালে আমার চেম্বারে নিয়ে আসে। এ সময় রোগীর হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে এক ইঞ্চির বেশি ব্যাসের বেশ কয়েকটি পানি ভর্তি ফোসকা দেখতে পাই। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ।’
ডা. ওয়াহিদ বলেন, ‘পরিবারের সদস্যরা জানায় হঠাৎ করেই দুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাতের তালু, আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ফোসকা ওঠে। এ ছাড়া রোগীর জ্বর, মাথাব্যথা, গা ব্যথা আছে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে আজ হাসপাতালে নিয়ে আসে। মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।’
ওই রোগীর ছেলে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে ফোসকা উঠতে থাকে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে আজ আমার বোন মাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আলাদা কক্ষে থাকতে বলেছেন। চিকিৎসক আমার বোনকে আরও জানিয়েছেন, মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।’
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। তারা রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। নমুনা পরীক্ষার ফলাফল না পেলে এই রোগী মাঙ্কিপক্স আক্রান্ত কি না তা নিশ্চিত করে বলা যাবে না।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গায়ে ফোসকা নিয়ে চিকিৎসা নিতে আসা এক রোগীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ বলে ধারণা করছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।
মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভারদহ গ্রামের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, উপসর্গ থাকলেও পরীক্ষা না করে নিশ্চিত করে বলা যাচ্ছে না। রোগীর নমুনা সংগ্রহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা ৬০ বছর বয়সী এক নারীকে হাসপাতালে আমার চেম্বারে নিয়ে আসে। এ সময় রোগীর হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে এক ইঞ্চির বেশি ব্যাসের বেশ কয়েকটি পানি ভর্তি ফোসকা দেখতে পাই। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ।’
ডা. ওয়াহিদ বলেন, ‘পরিবারের সদস্যরা জানায় হঠাৎ করেই দুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাতের তালু, আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ফোসকা ওঠে। এ ছাড়া রোগীর জ্বর, মাথাব্যথা, গা ব্যথা আছে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে আজ হাসপাতালে নিয়ে আসে। মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।’
ওই রোগীর ছেলে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে ফোসকা উঠতে থাকে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে আজ আমার বোন মাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আলাদা কক্ষে থাকতে বলেছেন। চিকিৎসক আমার বোনকে আরও জানিয়েছেন, মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।’
এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। তারা রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। নমুনা পরীক্ষার ফলাফল না পেলে এই রোগী মাঙ্কিপক্স আক্রান্ত কি না তা নিশ্চিত করে বলা যাবে না।’
সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৫ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
২৫ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩৫ মিনিট আগে