কেশবপুর (যশোর) প্রতিনিধি
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে পুঁজি করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা সরকারের পাশাপাশি স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে উৎখাত করতে চায়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি নিরীহ মানুষের কোনো ক্ষতির চেষ্টা করে, কেশবপুরে জামায়াতের বাড়িঘর কোনো কিছুই রাখব না। এমন মন্তব্য করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
আজ বৃহস্পতিবার কেশবপুর থানা আয়োজিত শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহীন চাকলাদার বলেন, ‘শুক্রবারের জুমায় আমরা মসজিদে থাকব, চোখ কান খোলা রাখব। ওরা নামাজ শেষে কেশবপুরকে অশান্ত করার চেষ্টা করলেই, খেলা শুরু হবে। এটাই হবে আমাদের আজকের ওয়াদা।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যশোরে আমার প্রোগ্রাম সেট করা আছে। সব থানায় বলে দিয়েছি। কাল (শুক্রবার) কোনো কিছু হলে, হুইসেল বাজলেই খেলা শুরু হবে। কাল হবে ফাইনাল খেলা। দেখি কোথায় জামায়াত আছে, কারা আছে, কালকে পরীক্ষা হবে।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
আরও বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি আমির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে পুঁজি করে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা সরকারের পাশাপাশি স্বাধীনতার নেতৃত্বকারী দল আওয়ামী লীগকে উৎখাত করতে চায়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। যদি নিরীহ মানুষের কোনো ক্ষতির চেষ্টা করে, কেশবপুরে জামায়াতের বাড়িঘর কোনো কিছুই রাখব না। এমন মন্তব্য করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
আজ বৃহস্পতিবার কেশবপুর থানা আয়োজিত শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহীন চাকলাদার বলেন, ‘শুক্রবারের জুমায় আমরা মসজিদে থাকব, চোখ কান খোলা রাখব। ওরা নামাজ শেষে কেশবপুরকে অশান্ত করার চেষ্টা করলেই, খেলা শুরু হবে। এটাই হবে আমাদের আজকের ওয়াদা।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যশোরে আমার প্রোগ্রাম সেট করা আছে। সব থানায় বলে দিয়েছি। কাল (শুক্রবার) কোনো কিছু হলে, হুইসেল বাজলেই খেলা শুরু হবে। কাল হবে ফাইনাল খেলা। দেখি কোথায় জামায়াত আছে, কারা আছে, কালকে পরীক্ষা হবে।’
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
আরও বক্তব্য দেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি আমির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১৭ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে