সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাসকিন আহমেদ চিশতীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন তাসকিন আহমেদ চিশতী। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া আরও একটি নাশকতার মামলা রয়েছে পৌর মেয়রের বিরুদ্ধে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী অভিযোগ করেন, মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতী তাঁর মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। ঘটনার দিন এলাকায় না থাকলেও তাঁর নামে মামলা হয়। সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে অনেক কাঠ-খড় পুড়িয়ে গত ২০ জুন মেয়র পদে পুনর্বহাল হয়েছিলেন তিনি।
সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাসকিন আহমেদ চিশতীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন তাসকিন আহমেদ চিশতী। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া আরও একটি নাশকতার মামলা রয়েছে পৌর মেয়রের বিরুদ্ধে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী অভিযোগ করেন, মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতী তাঁর মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। ঘটনার দিন এলাকায় না থাকলেও তাঁর নামে মামলা হয়। সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে অনেক কাঠ-খড় পুড়িয়ে গত ২০ জুন মেয়র পদে পুনর্বহাল হয়েছিলেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
১২ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৫ মিনিট আগেঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র যদি একটি বিশেষ লিঙ্গের, বিশেষ শ্রেণির, বিশেষ জাতি-ধর্ম পরিচয়ের নাগরিকের প্রতিনিধিত্বকারী হয়ে ওঠে, তবে তা হবে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানী।
২৮ মিনিট আগে