Ajker Patrika

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আবারও কারাগারে

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৬: ০৪
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আবারও কারাগারে

সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাসকিন আহমেদ চিশতীকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন তাসকিন আহমেদ চিশতী। এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, তাসকিন আহমেদ চিশতী হাইকোর্ট থেকে আগাম অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বাদী হয়ে সাতক্ষীরা পৌর মেয়রসহ ২০০ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া আরও একটি নাশকতার মামলা রয়েছে পৌর মেয়রের বিরুদ্ধে।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলী অভিযোগ করেন, মামলা হওয়ার দিন ২২ ডিসেম্বর মেয়র চিশতী তাঁর মায়ের চিকিৎসা করাতে ভারতে যান। আর ফেরেন ২৬ ডিসেম্বর। ঘটনার দিন এলাকায় না থাকলেও তাঁর নামে মামলা হয়। সেই মামলায় পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি কারাগারে যান। মামলার অভিযোগে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে অনেক কাঠ-খড় পুড়িয়ে গত ২০ জুন মেয়র পদে পুনর্বহাল হয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত