Ajker Patrika

আগামীকাল ছিল মালয়েশিয়ার ফ্লাইট, সকালে দুর্ঘটনায় নিহত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আগামীকাল ছিল মালয়েশিয়ার ফ্লাইট, সকালে দুর্ঘটনায় নিহত

আগামীকাল সোমবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আহাদ আলীর (২৪)। আজ রাতেই তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু আজ রোববার সকালে এক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

জানা গেছে, মেহেরপুরের গাংনীতে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক মোটরের বেল্টের ওপর পড়ে আহাদ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে গাংনী পৌর শহরের থানাপাড়ার মাঠপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। আহাদ আলী গাংনী থানাপাড়ার মাঠপাড়া এলাকার কৃষক মো. আজিমুদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আহাদ আলী সকালে বাড়ির পাশে একটি মোটরে গোসল করতে যান। গোসল করার জন্য গর্তে নামতে গিয়ে পা পিছলে মোটরের বেল্টের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা বলেন, মালয়েশিয়া যাওয়ার জন্য আজ রাতেই আহাদ আলীর বাড়ি থেকে ঢাকায় রওনা হওয়ার কথা ছিল। তাঁর ফ্লাইট ছিল আগামীকাল সোমবার।

আহাদ আলীর বাবা আজিমুদ্দীন বলেন, ‘আমার ছেলে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি। সন্তানের মরদেহ বহন করা যে কত কঠিন, তা বোঝানো যাবে না।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল আল মারুফ বলেন, হাসপাতালে আনার আগেই আহাদ আলীর মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত