চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরে মায়ের চিকিৎসা করাতে এসে তিন দিন নিখোঁজের পর মফিজুর রহমান মফিজ (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর রেলগেট এলাকার পঙ্গু হাসপাতালর লিফটের নিচ থেকে তাঁর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পঙ্গু হাসপাতালের লিফটসংশ্লিষ্ট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে নিখোঁজ হন ব্যবসায়ী মফিজুর রহমান মফিজ। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। পুলিশের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে সোয়েব উদ্দিন (১৮) বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিন সন্ধ্যায় সপ্তমতলায় তাঁর বৃদ্ধ মাকে দেখে নিচে নামার কথা বলে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি বলে জিডিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে।
আজ শনিবার লিফটের কাছে দুর্গন্ধ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে লিফটের নিচ থেকে মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পরপরই থানা-পুলিশ, ডিবি পুলিশ, জেলা গোয়েন্দা শাখা সিআইডি ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে আসা পুলিশ ইউনিটগুলোর পক্ষে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিকুল ইসলাম আকিক জানান, এ ঘটনায় তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ এখনো পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহের তালিকায় রয়েছে অনেকেই।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপক আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজিকে আটক করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের আরও চারজনকে নিয়ে গেছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মফিজুর রহমানের মা পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ায় তাঁকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ মার্চ তিনি হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে নামার কথা বলে নিখোঁজ হন। এরপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। আজ তাঁর মরদেহ উদ্ধার হয়।
স্বজনেরা আরও জানান, ‘নিহত ব্যক্তির গলার নিচে ও বুকের ওপরের দিকে জখমের চিহ্ন রয়েছে। এ থেকে এটিই প্রমাণিত হয় তাঁকে কেউ হত্যার পর ফেলে গেছে।’
এ বিষয়ে যশোর পঙ্গু হাসপাতালের মালিক ডা. এএইচএম আব্দুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও অন্ধকারে রয়েছেন। বিষয়টি পুলিশি তদন্তে পরিষ্কার হবে বলে আশা করছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরে মায়ের চিকিৎসা করাতে এসে তিন দিন নিখোঁজের পর মফিজুর রহমান মফিজ (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর রেলগেট এলাকার পঙ্গু হাসপাতালর লিফটের নিচ থেকে তাঁর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পঙ্গু হাসপাতালের লিফটসংশ্লিষ্ট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে নিখোঁজ হন ব্যবসায়ী মফিজুর রহমান মফিজ। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। পুলিশের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় তাঁর ছেলে সোয়েব উদ্দিন (১৮) বৃহস্পতিবার যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেদিন সন্ধ্যায় সপ্তমতলায় তাঁর বৃদ্ধ মাকে দেখে নিচে নামার কথা বলে বের হন তিনি। এরপর আর ফিরে আসেননি বলে জিডিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে।
আজ শনিবার লিফটের কাছে দুর্গন্ধ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে লিফটের নিচ থেকে মফিজুর রহমানের মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পরপরই থানা-পুলিশ, ডিবি পুলিশ, জেলা গোয়েন্দা শাখা সিআইডি ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থলে আসা পুলিশ ইউনিটগুলোর পক্ষে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিকুল ইসলাম আকিক জানান, এ ঘটনায় তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ এখনো পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সন্দেহের তালিকায় রয়েছে অনেকেই।
পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপক আতিয়ার রহমান, লিফটম্যান আব্দুর রহমান ও জাহিদ গাজিকে আটক করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে, র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের আরও চারজনকে নিয়ে গেছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, মফিজুর রহমানের মা পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ায় তাঁকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ মার্চ তিনি হাসপাতালের সপ্তম তলায় মাকে দেখে নিচে নামার কথা বলে নিখোঁজ হন। এরপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। আজ তাঁর মরদেহ উদ্ধার হয়।
স্বজনেরা আরও জানান, ‘নিহত ব্যক্তির গলার নিচে ও বুকের ওপরের দিকে জখমের চিহ্ন রয়েছে। এ থেকে এটিই প্রমাণিত হয় তাঁকে কেউ হত্যার পর ফেলে গেছে।’
এ বিষয়ে যশোর পঙ্গু হাসপাতালের মালিক ডা. এএইচএম আব্দুর রউফ বলেছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও অন্ধকারে রয়েছেন। বিষয়টি পুলিশি তদন্তে পরিষ্কার হবে বলে আশা করছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৪ মিনিট আগেরাজশাহী নগর মহিলা দলের নেত্রীর বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন সড়কের ওপর। তখন কিছুটা দূরে পরপর দুটি ককটেল ফোটে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাশের একটি সেলুনে ঢুকে পড়েন।
১৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুর উপজেলায় অবৈধ মাটি ব্যবসার বিরুদ্ধে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযোগ রয়েছে, উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে ছোট ছোট অবৈধ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে অনেক স্থানেই কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ হয়েছে।
৩৪ মিনিট আগেমুনিরা মুনমুন আবৃত্তিশিল্পী। সপ্তাহখানেক আগের এক সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি লেকের পাশে তিনি শিকার হয়েছেন এক চরম অনাকাঙ্ক্ষিত ঘটনার। কিছুতেই ভুলতে পারছেন না বিষয়টি। মুনিরা ও তাঁর এক বান্ধবী রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন।
৩৪ মিনিট আগে