হামলায় আহত ব্যক্তির ৪ দিন পর মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫: ৪৬

সাতক্ষীরার তালা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার (৬৫) ঘটনার ৪ দিন পর মারা গেছেন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুছা সরদার জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে। 

জানা গেছে, তালা উপজেলার জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সঙ্গে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারি বিকেলে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদারের ওপর হামলা করলে আবু মুছা সরদার আহত হন।

পরে তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোনো ঘটনা ঘটেনি। মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসাল মর্গে পাঠিয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত