মোরেলগঞ্জে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৫
Thumbnail image
মো. আমীর আলী তালুকদার। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।

পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত মোতাবেক পরপর তিনটি নোটিশের পরে আজ তাঁকে দল থেকে বহিষ্কার ও সব দায়দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানার জন্য বহিষ্কৃত নেতা আমীর আলীর মোবাইল ফোন নম্বরে কল করা হলেও কেউ ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত