সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের নীচ থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। পাঁচদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ আনতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে তাঁর নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, কীভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছেন, তা তারা জানেন না। ছুটির দিন রোববার সকাল লিফটে যাতায়াতকারিরা দুর্গন্ধ পেয়ে তাদের অবহিত করলে ওই মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, বন্ধ থাকা লিফটে উঠতে যেয়ে অসাবধানতাবশত তিনি নীচে পড়ে যেয়ে মারা যেতে পারেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের নীচ থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। পাঁচদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকে ওষুধ আনতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বুধবার বিকেলে তাঁর নিখোঁজের বিষয়ে সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় শহরে মাইকিংও করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা জানান, কীভাবে কখন লিফটের তলায় পড়ে ওই মুক্তিযোদ্ধা মারা গেছেন, তা তারা জানেন না। ছুটির দিন রোববার সকাল লিফটে যাতায়াতকারিরা দুর্গন্ধ পেয়ে তাদের অবহিত করলে ওই মুক্তিযোদ্ধার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, বন্ধ থাকা লিফটে উঠতে যেয়ে অসাবধানতাবশত তিনি নীচে পড়ে যেয়ে মারা যেতে পারেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারব। মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২ ঘণ্টা আগে