Ajker Patrika

ইবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৯: ৫২
ইবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আটটি অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পুরস্কৃত করা হয়। 

আজ রোববার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়। 

ডিনস অ্যাওয়ার্ড লিস্ট-২০২৪-এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। 

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছা. কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘যেকোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে, ঠিক তেমনি এর পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপিত করে। যারা ডিনস অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম। এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য তাদের তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এই সার্থকতা গড়ে তুলতে হবে। আজকে যারা ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছে তাদের গর্ব করতে বলি তবে কখনো যেন অংহবোধে তাড়িত না হয়।’ 

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী জামাল উদ্দীন বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতা-মাতা, শিক্ষক শিক্ষিকা, সহপাঠী বন্ধুদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় বিভাগ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষকদের প্রতি। তাদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সাফল্য গাঁথা রচনা করতে পেরেছি। আসলে এই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং আগামী দিনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত