Ajker Patrika

খুলনায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের আত্মহত্যা

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৫: ৫১
খুলনায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের আত্মহত্যা

প্রগতি মানসিক রোগ ও  মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন নবীন বিশ্বাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত কলে ঘোষণা করে।

এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার হরহারিয়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে তিনি।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বলেন, ২৪ মে নবীনকে খুলনা সিটি কলেজের পাশে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তিনি ঘুমের বড়িতে আসক্ত ছিলেন। মাঝেমধ্যে ইয়াবা ও ফেনসিডিল সেবন করতেন। অতিমাত্রায় আসক্ত হওয়ায় তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর মধ্যে মানসিক কোনো চাপের প্রবণতা দেখা যায়নি।

আজ এখান থেকে রিলিজ নেওয়ার কথা ছিল তাঁর। সকালে সবাইকে খাবার জন্য ডাকা হলে তার খোঁজ পাওয়া যায়নি। পরে বারান্দায় গিয়ে দেখা যায় গ্রিলের রডে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীন বিশ্বাস মানসিক রোগের চিকিৎসক ধীরাজ মোহন বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

তন্ময় আরও বলেন, ‘ঘটনার পর পরিবারের কাছ থেকে জানতে পারি, এর আগেও বাড়িতে থাকা অবস্থায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছে নবীন বিশ্বাস।’

ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অপর যুবক মো. হাসান শাহরিয়ার সিয়াম জানান, নবীন বিশ্বাস প্রায় তাঁকে বলতেন এখানে তাঁর ভালো লাগে না। বাড়িতে যাওয়ার জন্য মন শুধু ব্যাকুল থাকত। সকালের দিকে গামছা গলায় দিয়ে বারান্দায় যায় নবীন। এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনা শুনে ঘটনস্থলে যান। সবার কাছ থেকে তথ্য জেনে প্রাথমিকভাবে ধারণা করছেন যে নবীন আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত