খুলনা প্রতিনিধি
প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন নবীন বিশ্বাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত কলে ঘোষণা করে।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার হরহারিয়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে তিনি।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বলেন, ২৪ মে নবীনকে খুলনা সিটি কলেজের পাশে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তিনি ঘুমের বড়িতে আসক্ত ছিলেন। মাঝেমধ্যে ইয়াবা ও ফেনসিডিল সেবন করতেন। অতিমাত্রায় আসক্ত হওয়ায় তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর মধ্যে মানসিক কোনো চাপের প্রবণতা দেখা যায়নি।
আজ এখান থেকে রিলিজ নেওয়ার কথা ছিল তাঁর। সকালে সবাইকে খাবার জন্য ডাকা হলে তার খোঁজ পাওয়া যায়নি। পরে বারান্দায় গিয়ে দেখা যায় গ্রিলের রডে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীন বিশ্বাস মানসিক রোগের চিকিৎসক ধীরাজ মোহন বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
তন্ময় আরও বলেন, ‘ঘটনার পর পরিবারের কাছ থেকে জানতে পারি, এর আগেও বাড়িতে থাকা অবস্থায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছে নবীন বিশ্বাস।’
ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অপর যুবক মো. হাসান শাহরিয়ার সিয়াম জানান, নবীন বিশ্বাস প্রায় তাঁকে বলতেন এখানে তাঁর ভালো লাগে না। বাড়িতে যাওয়ার জন্য মন শুধু ব্যাকুল থাকত। সকালের দিকে গামছা গলায় দিয়ে বারান্দায় যায় নবীন। এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনা শুনে ঘটনস্থলে যান। সবার কাছ থেকে তথ্য জেনে প্রাথমিকভাবে ধারণা করছেন যে নবীন আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন নবীন বিশ্বাস নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত কলে ঘোষণা করে।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নড়াইল জেলার কালিয়া উপজেলার হরহারিয়া এলাকার নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে তিনি।
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বলেন, ২৪ মে নবীনকে খুলনা সিটি কলেজের পাশে প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তিনি ঘুমের বড়িতে আসক্ত ছিলেন। মাঝেমধ্যে ইয়াবা ও ফেনসিডিল সেবন করতেন। অতিমাত্রায় আসক্ত হওয়ায় তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর মধ্যে মানসিক কোনো চাপের প্রবণতা দেখা যায়নি।
আজ এখান থেকে রিলিজ নেওয়ার কথা ছিল তাঁর। সকালে সবাইকে খাবার জন্য ডাকা হলে তার খোঁজ পাওয়া যায়নি। পরে বারান্দায় গিয়ে দেখা যায় গ্রিলের রডে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নবীন বিশ্বাস মানসিক রোগের চিকিৎসক ধীরাজ মোহন বিশ্বাসের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
তন্ময় আরও বলেন, ‘ঘটনার পর পরিবারের কাছ থেকে জানতে পারি, এর আগেও বাড়িতে থাকা অবস্থায় দুবার আত্মহত্যার চেষ্টা করেছে নবীন বিশ্বাস।’
ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অপর যুবক মো. হাসান শাহরিয়ার সিয়াম জানান, নবীন বিশ্বাস প্রায় তাঁকে বলতেন এখানে তাঁর ভালো লাগে না। বাড়িতে যাওয়ার জন্য মন শুধু ব্যাকুল থাকত। সকালের দিকে গামছা গলায় দিয়ে বারান্দায় যায় নবীন। এরপর থেকে তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনা শুনে ঘটনস্থলে যান। সবার কাছ থেকে তথ্য জেনে প্রাথমিকভাবে ধারণা করছেন যে নবীন আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।
জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি মো. মজিবুর রহমান চুন্নু বলেন, ‘আজকের সভায় আইনজীবীরা সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণের জন্য আদালত বর্জনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা আজকের মধ্যে এ রেজল্যুশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দিচ্ছি।
৪ মিনিট আগেসিলেটে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরের তালতলা এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতর থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগেবরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
২৫ মিনিট আগে