Ajker Patrika

নড়াইলে নৌকা ডুবে মা-ছেলে নিহত, নিখোঁজ ৪ 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১: ০২
নড়াইলে নৌকা ডুবে মা-ছেলে নিহত, নিখোঁজ ৪ 

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন—মা নাজমা বেগম ও ছেলে তাছিম শেখ। এ ছাড়া আরও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।

প্রত্যক্ষদর্শীদে সঙ্গে কথা বলে জানা গেছে, নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা খেয়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন নবগঙ্গা নদী পার হচ্ছিলেন। ঘাট থেকে ছেড়ে কিছুদূর এগোনোর পরই নৌকাটি নদীতে ডুবে যায়। এতে দুইজনের মৃত্যু হয় এবং কয়েকজন নিখোঁজ হন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

কালিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মতো লোক ছিল। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক জন সাঁতরে তীরে উঠলেও চার-পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত