Ajker Patrika

নড়াইলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪৯
নড়াইলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান

নড়াইলে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার তিনি নড়াইল রেলস্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার থেকে যেকোনো উন্নয়নকাজের সুযোগ পেলে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে। ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণকাজের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আশা করি, চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণকাজ শেষ হবে। তারপর এ রেলপথ উদ্বোধন করা হবে।’

সেনাপ্রধান নড়াইল রেলস্টেশনের পাশে দুর্গাপুর-ডুমুরতলায় অবস্থিত ইবিসি কনস্ট্রাকশন কার্যক্রম পরিদর্শন শেষে হেলিকপ্টারযোগে লোহাগড়ায় যান। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে মধুমতি আর্মি ক্যাম্পে দুস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করেন।

নড়াইল রেলস্টেশনের নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাপ্রধান। ছবি: আজকের পত্রিকা পরে নিজ পৈতৃক ভিটা করফা গ্রামে মসজিদ উদ্বোধন, বৃক্ষরোপণ, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি। 

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত