নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রুপালী বেগম (৪৫)। এই ঘটনায় তাঁর পরিবার থানায় অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদেরকে বাড়িতে যেতে বাধাসহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
থানায় অভিযোগের পরে বাড়িতে যেতে বাধা ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন। এদিকে, থানায় সংশ্লিষ্ট ঘটনায় অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রুপালী হলেন লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের রিজাউল করিম মোল্যার স্ত্রী।
আজ বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে আজকের পত্রিকাকে রুপালী বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে গত সোমবার সকাল ১০ দিকে বাড়িভাঙ্গা গ্রামের ঝিকু শেখ, রকি শেখ, তৈয়েবুর শেখসহ কয়েকজন দেশীয় অস্ত্র রামদা, শাবল, রড, হাতুড়ি নিয়ে আমার ওপর হামলা চালান। এতে আমার মাথায় কোপ লাগে ও বাম হাত-পা ভেঙে যায়। তাঁরা দরজা ভেঙে আমার ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছেন। এ ছাড়া ঘরের আসবাবপত্র, টিভি ভাঙচুর করেন।’
রুপালীর স্বামী রিজাউল করিম বলেন, ‘আমার স্ত্রীকে মারধরের ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়েরের কারণে আমাকে ও পরিবারের সদস্যদের বাড়ি যেতে দিচ্ছেন না প্রতিপক্ষের লোকজন। অভিযোগ করার পর আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন তাঁরা। আমার স্ত্রী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
রুপালী বেগমের মেয়ে লাকি আক্তার রিয়া বলেন, ‘আমার বাবা চাকরির কারণে বাড়িতে থাকেন না। ঝিকু শেখেরা প্রায়ই আমাদের নির্যাতন করেন। বিনা কারণে আমার মাকে তাঁরা নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়েছেন। আমি ঠেকাতে গেলে আমাকেও মেরেছেন। প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দাখিল করেছি। সে জন্য আমাদেরকে বাড়িতে যেতে দিচ্ছে না হামলাকারীরা।’
হুমকির দেওয়ার অভিযোগের বিষয়ে মো. ঝিকু শেখ বলেন, ‘রুপালী ও তাঁর পরিবারের লোকজনকে বাড়ি যেতে বাধা দিচ্ছি, এ কথা সঠিক নয়। তাঁদেরকে কোনো হুমকি দেওয়া হয়নি। তাঁদের বাড়ি তাঁরা যাবেন।’ রুপালীকে মারধরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওই নারী খারাপ।’
ওসি নাসির উদ্দিন বলেন, ‘বাড়িভাঙ্গা গ্রামে মারামারির ঘটনায় গত মঙ্গলবার রুপালীর বেগমের মেয়ে লাকি আক্তার রিয়া থানায় অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রুপালী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি যেতে পারবেন। কেউ বাধা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’
নড়াইলের লোহাগড়ায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রুপালী বেগম (৪৫)। এই ঘটনায় তাঁর পরিবার থানায় অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাঁদেরকে বাড়িতে যেতে বাধাসহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
থানায় অভিযোগের পরে বাড়িতে যেতে বাধা ও হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন। এদিকে, থানায় সংশ্লিষ্ট ঘটনায় অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রুপালী হলেন লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের রিজাউল করিম মোল্যার স্ত্রী।
আজ বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতালে আজকের পত্রিকাকে রুপালী বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে গত সোমবার সকাল ১০ দিকে বাড়িভাঙ্গা গ্রামের ঝিকু শেখ, রকি শেখ, তৈয়েবুর শেখসহ কয়েকজন দেশীয় অস্ত্র রামদা, শাবল, রড, হাতুড়ি নিয়ে আমার ওপর হামলা চালান। এতে আমার মাথায় কোপ লাগে ও বাম হাত-পা ভেঙে যায়। তাঁরা দরজা ভেঙে আমার ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছেন। এ ছাড়া ঘরের আসবাবপত্র, টিভি ভাঙচুর করেন।’
রুপালীর স্বামী রিজাউল করিম বলেন, ‘আমার স্ত্রীকে মারধরের ঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়েরের কারণে আমাকে ও পরিবারের সদস্যদের বাড়ি যেতে দিচ্ছেন না প্রতিপক্ষের লোকজন। অভিযোগ করার পর আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন তাঁরা। আমার স্ত্রী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।’
রুপালী বেগমের মেয়ে লাকি আক্তার রিয়া বলেন, ‘আমার বাবা চাকরির কারণে বাড়িতে থাকেন না। ঝিকু শেখেরা প্রায়ই আমাদের নির্যাতন করেন। বিনা কারণে আমার মাকে তাঁরা নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়েছেন। আমি ঠেকাতে গেলে আমাকেও মেরেছেন। প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দাখিল করেছি। সে জন্য আমাদেরকে বাড়িতে যেতে দিচ্ছে না হামলাকারীরা।’
হুমকির দেওয়ার অভিযোগের বিষয়ে মো. ঝিকু শেখ বলেন, ‘রুপালী ও তাঁর পরিবারের লোকজনকে বাড়ি যেতে বাধা দিচ্ছি, এ কথা সঠিক নয়। তাঁদেরকে কোনো হুমকি দেওয়া হয়নি। তাঁদের বাড়ি তাঁরা যাবেন।’ রুপালীকে মারধরের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওই নারী খারাপ।’
ওসি নাসির উদ্দিন বলেন, ‘বাড়িভাঙ্গা গ্রামে মারামারির ঘটনায় গত মঙ্গলবার রুপালীর বেগমের মেয়ে লাকি আক্তার রিয়া থানায় অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রুপালী হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি যেতে পারবেন। কেউ বাধা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে