হাসিনা পালানোয় অপশক্তিগুলো পূজায় সুবিধা করতে পারেনি: নিতাই রায়

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৬: ০৯
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৬: ৩০

নিজ গ্রামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিতাই রায়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত সরকারের পতনের পর হাসিনা পালিয়েছে, ৩০০ এমপিসহ চেয়ারম্যান, মেয়ররা পালিয়েছে। ফলে তাদের অনুসারী অপশক্তিগুলো এবার সাম্প্রদায়িক ইস্যু তৈরি করার সুযোগ পায়নি।’

আজ রোববার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দুর্গাপূজা–পরবর্তী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশে হিন্দু-মুসলমানেরা একসঙ্গে বসবাস করে আসছে। কিছু ক্ষেত্রে কিছু মতলববাজ কিছু সাম্প্রদায়িক ইস্যু ঘটাতে চায়। বিগত সরকারের আমলে আমরা এটা লক্ষ করেছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা সজাগ থাকায় সুযোগসন্ধানীরা দুর্গাপূজায় উল্লেখযোগ্য কোনো বিশৃঙ্খলা করতে পারেনি। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা নানাভাবে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সব পালিয়ে যাওয়ায় তাদের অনুসারীরা এবার অপকর্ম করতে পারেনি। যদি কোথাও কিছু ঘটে, তবে সেটা পরিসরে বড় কিছু নয়।’

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম কূটকৌশল চালাচ্ছে। এমনকি মন্দিরে আক্রমণ করতে গিয়ে যুবলীগের নেতা-কর্মীরা গ্রেপ্তারও হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত