Ajker Patrika

কেশবপুরে সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু

প্রতিনিধি, কেশবপুর (যশোর)
কেশবপুরে সাপের কামড়ে ভ্যান চালকের মৃত্যু

কেশবপুরে বিষাক্ত গোখরো সাপের কামড়ে ইজহার আলী গাজী (৬৮) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামে এই ঘটনা ঘটে। ইজহার আলী মাগুরখালি গ্রামের মৃত ইফাজ তুল্লার ছেলে। 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, রাতের বেলায় ইজহার তাঁর নিজের মাটির ঘরে ঘুমিয়ে ছিল। একটি বিষাক্ত গোখরো সাপ ঘরে ঢুকে তার দুই পায়ে পেঁচিয়ে ধরে। ওই সাপ ছাড়াতে গেলে তাঁর পায়ে কামড় দেয়। ভোরে পরিবারের লোকজন তাঁকে কেশবপুর হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী সাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আহসানুল মিজান রুমী বলেন, ভ্যানচালক ইজহার আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাই জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত