জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।
আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’
সাবেক স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আহত তরুণী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গ্রেপ্তার যুবকের নাম বাবু খাঁ (৩০)। তিনি কুষ্টিয়ার খাজানগরের আদর্শপাড়ার জলিল খাঁর ছেলে। আহত তরুণীর নাম নাজমিন আক্তার (২৫)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়া গ্রামের আশাফুলের মেয়ে।
আহতের পরিবার ও পুলিশ বলছে, ১০ বছর আগে নাজমিন ও বাবুর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তাঁদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। শিশু জন্মের পর থেকে তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরই জেরে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
পরিবার বলছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে নাজমিনের বাবার বাড়িতে আসেন বাবু। এ সময় কথা-কাটাকাটি শুরু হয় বাবু ও নাজমিনের মধ্যে। এর একপর্যায়ে নাজমিনকে এলোপাতাড়ি হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন বাবু। পরে নাজমিনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় নাজমিনের বাবা থানায় লিখিত অভিযোগ করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৬ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৭ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৭ ঘণ্টা আগে