Ajker Patrika

জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, নারী কাউন্সিলরসহ ৭ জনের নামে মামলা 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
জাল দলিলে জমি বিক্রির চেষ্টা, নারী কাউন্সিলরসহ ৭ জনের নামে মামলা 

জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে মোংলা বন্দর পৌরসভার এক নারী কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ শনিবার তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

মোংলা উপজেলা সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় তিন আসামি গ্রেপ্তার হলেও কাউন্সিলরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। 

পুলিশ জানায়, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার হরষিৎ রায়ের ছেলে তারাপদ রায় ও দুর্গাপদ রায়কে মালিক বানিয়ে এই দুজনের নামে পৌর নারী কাউন্সিলর শিউলী আক্তার, প্রদীপ মণ্ডল ও মাহবুব মাষ্টরসহ কয়েকজন ৫ একর ৫৬ শতক জমির জাল দলিল তৈরি করেন। ২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে সেই জমি কবলা দলিল মূলে বিক্রি করতে সাব রেজিস্ট্রি অফিসে যায় এ প্রতারক চক্রটি। 

এ সময় জাল কাগজের ফটোকপি মোংলা রেজিস্ট্রি অফিসে জমা দেন। পরে সেগুলো যাচাই করলে রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় তারাপদ রায়, দুর্গাপদ রায় ও প্রদীপ মণ্ডলকে আটকে রাখেন রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা। এ সময় পৌর কাউন্সিলরসহ বাকিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। 

জাল কাগজপত্র তৈরি ও ভুয়া দলিলে জমি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার রাতে মোংলা সাব রেজিস্ট্রার স্বপন কুমার দে বাদী হয়ে মামলা করেন। মামলায় আটক তিনজনসহ মোংলা পোর্ট পৌরসভার (সংরক্ষিত ৭, ৮, ৯) নারী কাউন্সিলর শিউলী আক্তার, দালাল মাহবুবুর রহমান শেখ, ইলিয়াস মৃধা ও দিপা তরফদারসহ সাতজনের নাম উল্লেখ করেন। আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। 

মোংলা–রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, মামলায় তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত