দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজট

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২২, ১৯: ২৬
আপডেট : ১১ জুলাই ২০২২, ১৯: ৩৯

কুষ্টিয়ার কুমারখালীতে রাজধানী পরিবহন ও অনিক সুপার ডিলাক্স নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। বাস দুটির সামনের অংশ ভেঙে ধুমড়েমুচড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

অপরদিকে সংঘর্ষের ঘটনায় সড়কের উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বাস দুটিকে উদ্ধার ও যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও কুমারখালী থানা-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এবং অনিক সুপার ডিলাক্স কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিন দেখা যায়, গড়াই সেতুর পশ্চিম দিকে লাইনীপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এবং পূর্বদিকে আলাউদ্দিননগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত চলাচলকারী। যানজট নিরসন ও বাস দুটি উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা-পুলিশ। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হতাহতের খবর নেই। তবে যানজট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। 

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত