কুষ্টিয়ায় ট্রলি-ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুরে রড বোঝাই ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রলি চালককে আটক করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন একই ইউনিয়নের কবরবাড়িয়া গ্রামের মৃত কুমার মন্ডলের স্ত্রী ছবেলা (৬৮) ও নাসির মন্ডলের স্ত্রী মরিয়ম (৪৮)।

৫ নম্বর ওয়ার্ড সদস্য আবদার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সকালে কবরবাড়িয়া গ্রাম থেকে তিনজন ভ্যানে টিসিবির কার্ডের মালামাল সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় মশান বাজারে পৌঁছালে কুষ্টিয়া শহর থেকে আসা রড বোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ছবেলা ও মরিয়ম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় দুই নারী মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।

ওসি মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রলির চালক কাজলকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত