শিক্ষার্থী হয়রানির শিকার হলে সহযোগিতা করবে ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১৫: ২৯
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৫: ৩৬

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে সার্বিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সার্বিক সহযোগিতা দেবে। 

সহযোগিতা নেওয়ার জন্য ইবির সহকারী প্রক্টর আমজাদ হোসাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত