বাজার পরিদর্শনে জেলা প্রশাসক, গা ঢাকা দিলেন অনেক ব্যবসায়ী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৩, ২০: ১৯

বাগেরহাটে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়মূল্য পরীক্ষা করেন। 

এদিকে জেলা প্রশাসকের বাজার পরিদর্শনের খবর পেয়ে বেশ কিছু মুদি দোকানদার ও গোশতের ব্যবসায়ীরা দোকান ফেলে গা ঢাকা দেয়। ভবিষ্যতে এসব ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশন দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

জেলা প্রশাসক খেজুর, তরমুজ, আঙুর, লেবুসহ বিভিন্ন ফল ও নানা ধরনের মাছের অবস্থা যাচাই করেন। পরে ৭২০ টাকা কেজি মূল্যে গরুর গোশত, ২২০ টাকায় বয়লার, ৩৩০ টাকা কেজিতে সোনালি মুরগি বিক্রির নির্দেশ দেন। এ ছাড়া বেগুন, কুমড়া, লাউ, করলা, পুঁইশাকসহ বিভিন্ন সবজি সর্বনিম্ন মূল্যে বিক্রির আহ্বান জানান ব্যবসায়ীদের। 

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, জেলা বাজার কর্মকর্তা সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি লিয়াকত হোসেন লিটন ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।  

বাজার পরিদর্শন বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। যা এক ধরনের অপরাধ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। বাজার পরিদর্শন করে যেসব পণ্যের দামের সঙ্গে অসংগতি ছিল, সেসব ব্যবসায়ীদের সতর্ক এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত