ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে শিক্ষার্থীকে বিবস্ত্র করে র্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও উপাচার্যের একান্ত সচিব বরাবর অবগতি ও প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে দুই পৃষ্ঠার চিঠি দেয় সংস্থাটি।
চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেয়। আমাদের সর্বশেষ বেঞ্চে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বেঞ্চের সিদ্ধান্ত হচ্ছে, অপরাধের তুলনায় শাস্তির সুপারিশ পর্যাপ্ত না, এটা ফৌজদারি অপরাধ।
তারপরও সুপারিশের আলোকে এ শাস্তি কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে. সেটা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে মানবাধিকার কমিশনে জানানোর জন্য বলা হয়েছে।
মানবাধিকার কমিশন প্রত্যাশা করে, তদন্ত কমিটির সুপারিশ দ্রুত কার্যকর করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরবর্তী বেঞ্চে আলোচনা করা হবে।
গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘বিবস্ত্র করে র্যাগিং’ শীর্ষক সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়।
প্রসঙ্গত, ২ জুন হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে র্যাগিংয়ের ঘটনায় জড়িত, কাফি, সাগর, উজ্জ্বলসহ তিনজনকে এক বছরের (দুই সেমিস্টার) জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) র্যাগিংয়ের ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে শিক্ষার্থীকে বিবস্ত্র করে র্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও উপাচার্যের একান্ত সচিব বরাবর অবগতি ও প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে দুই পৃষ্ঠার চিঠি দেয় সংস্থাটি।
চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেয়। আমাদের সর্বশেষ বেঞ্চে এটা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বেঞ্চের সিদ্ধান্ত হচ্ছে, অপরাধের তুলনায় শাস্তির সুপারিশ পর্যাপ্ত না, এটা ফৌজদারি অপরাধ।
তারপরও সুপারিশের আলোকে এ শাস্তি কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা গ্রহণ করবে. সেটা আগামী ২৯ জুলাইয়ের মধ্যে মানবাধিকার কমিশনে জানানোর জন্য বলা হয়েছে।
মানবাধিকার কমিশন প্রত্যাশা করে, তদন্ত কমিটির সুপারিশ দ্রুত কার্যকর করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরবর্তী বেঞ্চে আলোচনা করা হবে।
গত ১৪ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘বিবস্ত্র করে র্যাগিং’ শীর্ষক সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়।
প্রসঙ্গত, ২ জুন হল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের আলোকে র্যাগিংয়ের ঘটনায় জড়িত, কাফি, সাগর, উজ্জ্বলসহ তিনজনকে এক বছরের (দুই সেমিস্টার) জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) র্যাগিংয়ের ঘটনা ঘটে।
কাপড় পরিষ্কারের জন্য মেয়েকে মুদি দোকানে পাঠিয়েছিলেন মা। দোকানি বলেছিলেন, দোকানে গুঁড়া সাবান নেই, বাড়িতে আছে। এভাবে কৌশলে দোকান লাগোয়া বাড়িতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন দোকানি। এরপর দোকানি চলে গেলে তাঁর বাবা এসেও ওই কিশোরীকে...
১৭ মিনিট আগেবগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২২ মিনিট আগেগতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দা মো. কামরুল ইসলামের বাইসাইকেল চুরির অভিযোগে মো. আবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে ‘মব ভায়োলেন্স’ রুখে দেয়। বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের...
৩১ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হয় আড়াই মাস বয়সী ওই শিশু। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ওই শিশু সায়ানকে দুই দিন আগে...
৩৭ মিনিট আগে