ঈদে ঘুরতে যাওয়া প্রেমিককে মারধর ও প্রেমিকাকে শ্লীলতাহানি, ২ যুবক আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬: ৩৬
Thumbnail image

যশোরের মনিরামপুরে ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে বখাটে দুই যুবকের হাতে মারধরের শিকার হয়েছেন এক যুবক। এ সময় প্রেমিকাকে শ্লীলতাহানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুয়াদা জামজামি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে মনিরামপুর থানা-পুলিশ গিয়ে প্রেমিক যুগলকে উদ্ধার করে। এ সময় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ভোজগাতী গ্রামের মখলেছুর রহমান (৩৮) ও পারভেজ হোসেন (২৬)।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আজ দুপুরে এক যুবক এক নারীকে নিয়ে জামজামি মাঠে ঘুরতে আসে। তারা দুজন রাস্তার পাশে বসে কথা বলছিল। এ সময় মখলেছ ও পারভেজ গিয়ে ছেলেটাকে মারধরে করে মেয়েটাকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মখলেছ তাদের কাছে এক লাখ টাকা দাবি করে। একপর্যায়ে মখলেছ ছুরি বের করে ছেলেটাকে আঘাত করতে চায়। তখন আমরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে মখলেছ ও পারভেজকে আটক করে।’

ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘আটক মখলেছ ও পারভেজ মেয়েটার শ্লীলতাহানি করেছে। ছেলেটাকে মারধর করেছে। মেয়েটা পুলিশকে সব ঘটনা খুলে বলেছে। মখলেছ ও পারভেজ মাদকাসক্ত, তা ছাড়া বহু অপকর্মের সঙ্গে জড়িত। তারা পারে না এমন কোনো খারাপ কাজ নেই।’

এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা এখনো ফিরে আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত