নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া শিশু শাহিন ফকির হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (৪৪), সৈয়দ লিটন (৪১), জাহিদুর রহমান মিঠু (৪৪), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও শামিমা বেগম (৬৯। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর লোহাগড়া কালাচাঁদপুর গ্রামের একটি ময়লা–আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো. শাহিন ফকির (১০) এর পঁচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশু শাহিন।
আসামিদের সঙ্গে শাহিনের পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরদিন (১ অক্টোবর) লোহাগড়া থানায় পাঁচজনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত শিশুর চাচা মিজানুর ফকির। পরে ওই বছরের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
নড়াইলের লোহাগড়া শিশু শাহিন ফকির হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (৪৪), সৈয়দ লিটন (৪১), জাহিদুর রহমান মিঠু (৪৪), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও শামিমা বেগম (৬৯। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর লোহাগড়া কালাচাঁদপুর গ্রামের একটি ময়লা–আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের মো. শওকত ফকিরের ছেলে মো. শাহিন ফকির (১০) এর পঁচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশু শাহিন।
আসামিদের সঙ্গে শাহিনের পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরদিন (১ অক্টোবর) লোহাগড়া থানায় পাঁচজনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত শিশুর চাচা মিজানুর ফকির। পরে ওই বছরের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১৩ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৩৬ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৩৯ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে