Ajker Patrika

কুষ্টিয়ায় মোটরসাইকেল পোড়ানোর মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ২২: ৪৭
কুষ্টিয়ায় মোটরসাইকেল পোড়ানোর মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কুষ্টিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মেহেদী হাসান ওরফে জিকু (২৬)। তিনি খাজানগর চাষীক্লাবপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। মতিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর খাজানগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

র‍্যাব বলছে, কোটা সংস্কার আন্দোলনের সময় মহাসড়কের ওপর জনসাধারণের মোটরসাইকেল ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনায় জড়িত মেহেদী। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ওই তরুণের বাবার পদপদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মতিয়ার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শুনেছি তাঁর ছেলেকে র‍্যাব ধরেছে। এর বেশি কিছু জানি না।’ 

 ১৭ জুলাই বিকেলে শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেলে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় ১৮ জুলাই রোহাজ আরেফিন ওরফে রাব্বি (২৪) নামের এক যুবক বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার বাদী রোহাজ আরেফিন বলেন, ‘আমি ছাত্র। কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠনে নেই। ঘটনার দিন আমার মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল।’ 

কুষ্টিয়া র‍্যাব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চৌড়হাস ফুলতলা এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে অভিযান চালানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খাজানগর এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন, আজ শুক্রবার বেলা ৩টার দিকে মেহেদীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত