Ajker Patrika

ইবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

ইবি প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৫: ২৪
ইবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে অন্তত চার দফায় মারামারি হয়েছে। বিষয়টির সুষ্ঠু কারণ খতিয়ে দেখতে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. মো. আমজাদ হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘বিভিন্ন কারণে এখনো কমিটির মেম্বারদের কাছে চিঠি পাঠাতে পারিনি। চিঠিতে খুব দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধান করে ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কেন্দ্রীয় ফুটবল মাঠে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ওই মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি ক্রিকেট খেলার স্থানে চলে যায়। পরবর্তী সময়ে ক্রিকেটের বলটিও ফুটবল খেলার স্থানে গেলে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির সূত্রপাত হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত সাত শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত