Ajker Patrika

বৃদ্ধার মরদেহ দাফনের মুহূর্তে মৌমাছির হানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২: ২১
বৃদ্ধার মরদেহ দাফনের মুহূর্তে মৌমাছির হানা

কুষ্টিয়ার খোকসায় কবরে মরদেহ নামানোর মুহূর্তে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। আজ রোববার কুষ্টিয়ার খোকসা কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

উপস্থিত এলাকাবাসী জানান, খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বৃদ্ধা আনোয়ারা বেগম শনিবার বার্ধক্যজনিত কারণে মারা যান। আজ সকাল ১০টায় তাঁর লাশ দাফনের জন্য আনা হয় খোকসা কেন্দ্রীয় কবরস্থানে। এরপর জানাজা শেষে মরদেহ দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হয়। কবরে মরদেহ নামানোর সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি আক্রমণ করে। হঠাৎ এমন ঘটনায় হতভম্ব হয়ে যে যার মতো ছুটে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। ১০ মিনিটের তাণ্ডবে শতাধিক লোক আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দাফন করা হয়।

মৌমাছির আক্রমণের শিকার রেজাউল করিম বলেন, 'গোরস্থানের মধ্যেই একটি বিশাল মৌমাছির চাক ছিল। হঠাৎ করেই সেই চাক থেকে মৌমাছি আমাদের ওপর আক্রমণ করে।' 

আরেক গ্রামবাসী আব্দুল আজিজ বলেন, 'আমরা কিছুই বুঝলাম না। চাকে কেউ ঢিলও দেয়নি, আবার চাকটা ছিল অনেক দূরে। এ ঘটনায় আমরা অবাকই হয়েছি।' 

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল বলেন, আহতদের অবস্থা গুরুতর নয়। মৌমাছি কামড় দিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত