দর্শনা থেকে ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৪: ২৫
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৫: ৩৮

চুয়াডাঙ্গার দর্শনা থেকে দুই কোটি টাকার সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

এর আগে এদিন বেলা ১টার দিকে দর্শনা রেলস্টেশন থেকে ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করে বিজিবি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেলস্টেশন এলাকা দিয়ে মহানন্দা এক্সপ্রেসে সাপের বিষ পাচার হচ্ছে—এমন সংবাদ পায় বিজিবি। পরে দুপুরে মহানন্দা এক্সপ্রেসের ৪ নম্বর বগির লাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। ব্যাগটি তল্লাশি করে তিনটি কাচের বোতল থেকে ৩০০ গ্রাম ওজনের সাপের বিষ জব্দ করা হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিজিবির হাবিলদার মুরাদুল ইসলাম বাদী হয়ে মামলা করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত