কেশবপুরে নৌকা প্রতীকের দুই কর্মীকে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২: ২৭

যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোডাউন করায় নৌকা প্রতীকের দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার জাহিদ হাসান শোভন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যায় পৌর শহরে মোটরসাইকেল শোডাউন করছিলেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা। মোটরসাইকেল শোডাউন করার সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন হাসপাতাল মোড়ে নৌকা প্রতীকের কর্মী উপজেলার মধ্যকুল গ্রামের রনি খান (২৮) ও একই গ্রামের মুন্না আজিজকে (২৩) জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। 

যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত