নড়াইল প্রতিনিধি
নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছসহ বিভিন্ন প্রজাতির আরও কিছু গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গাছ লাগানোর এই কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সার্কিট হাউস চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউসের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনমুল কবির টুকু, ইডেন এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল আলম, ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সে জন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালগাছসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।
নড়াইলে বজ্রপাত নিরোধে ৪ হাজার তালগাছসহ বিভিন্ন প্রজাতির আরও কিছু গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জেলা প্রশাসন তাল ও কৃষ্ণচূড়ার চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী গাছ লাগানোর এই কর্মসূচি উদ্বোধন করেন। জেলা সার্কিট হাউস চত্বরে দুটি তালের চারা ও সার্কিট হাউসের সামনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কের পাশে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনমুল কবির টুকু, ইডেন এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল আলম, ঠিকাদার মুহিবুল্লাহ দুলুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সামাজিক বনায়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা লাগাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। সে জন্য বিভিন্ন সড়কের পাশে বনজ ও শোভাবর্ধনকারী গাছ লাগানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন সড়কের পাশে তালগাছসহ বিভিন্ন ধরনের বনজ ও শোভাবর্ধনকারী গাছের সাড়ে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
১৬ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৩২ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৩৫ মিনিট আগে