Ajker Patrika

জাপানে ফেরত যাচ্ছে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের গাড়ি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

শুল্কমুক্ত সুবিধায় মোংলা বন্দরে আনা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি না হওয়ায় গাড়ি সরবরাহ দেশ জাপানে ফেরত পাঠানো হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব গাড়ি ফেরত পাঠাচ্ছে।

এরই মধ্যে চলতি মাসের ১৮ তারিখ পানামা পতাকাবাহী লোটাস লিডার জাহাজে করে নীলফামারীর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুল আলমের প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়িটি ফেরত পাঠিয়েছে এনবিআর। আরেক সাবেক এমপি কক্সবাজার-১ আসনের এমপি ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

মোংলা কাস্টম হাউস সূত্রে জানা যায়, মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় ২০২৪ সালের ১৭ জুলাই জাপান থেকে মোট চারটি প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি আমদানি করা হয়। এই চারটি গাড়ি কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, নীলফামারী-৪ আসনের সিদ্দিকুল আলম, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের নাসিমা জামান ববির নামে আনা হয়।

এরপর ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ ভেঙে দেওয়া হলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর সাবেক এই সংসদ সদস্যরা কেউ আর মোংলা বন্দর থেকে গাড়ি ছাড় করেননি।

সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি ছাড় না করায় গত বছরের ২৫ নভেম্বর গাড়িগুলো নিলামে তোলে মোংলা কাস্টম হাউস। কিন্তু কাস্টমস হাউস কর্তৃক নির্ধারিত মূল্যে কেউ দরপত্র না দিলে সেগুলোও বিক্রি হয়নি। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই চারটি গাড়ি আবার জাপানে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।

মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সফিউজ্জামান জানান, তিন থেকে চার গুণ শুল্ক দিয়ে এসব গাড়ি নিতে কেউ আগ্রহ দেখায়নি। তাই জাপানে ফেরত পাঠানো হচ্ছে এসব গাড়ি। এর মধ্যে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকের গাড়ি চলতি মাসে ফেরত পাঠানো হয়েছে। আরেক সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিমের ল্যান্ড ক্রুজারও ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকি দুটি গাড়িও সংশ্লিষ্ট আমদানিকারেরা চাইলে ফেরত পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত