Ajker Patrika

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক নিহত, মেয়রসহ আহত ৪ 

নড়াইল প্রতিনিধি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক নিহত, মেয়রসহ আহত ৪ 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন। এতে মেয়র আঞ্জুমান আরাসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার শহরের ভওয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত অন্যরা হলেন পৌর কাউন্সিলর ইপি রানী, পৌর যুবলীগের সহসভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সাইফুজ্জামান লিন্টু। এর মধ্যে পৌর মেয়রকে যশোরের একটি বেসরকারি হাসপাতাল এবং বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত গাড়িচালক শহরের মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। 

আহত সাইফুজ্জামান লিন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বেলা দেড়টার দিকে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা ৫ নম্বর ওয়ার্ডের বাহিরডাঙ্গায় সুইপার কলোনি এলাকা পরিদর্শন করে গাড়িতে পৌরসভার অফিসে ফিরছিলেন। ভওয়াখালী এলাকার লাবু বিশ্বাসের বাড়ির পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেয়ালে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।’ 

এদিকে পৌর মেয়র আঞ্জুমান আরার সড়ক দুর্ঘটনায় আহতের সংবাদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত