Ajker Patrika

পাটকেলঘাটায় বাস খাদে পড়ে নিহত ১ 

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৫: ২৩
পাটকেলঘাটায় বাস খাদে পড়ে নিহত ১ 

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস খাদে পড়ে রানা সরদার (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ১০-১৫ জন যাত্রী। নিহত রানা সাতক্ষীরা ধূলিহর গ্রামের আব্দুস সালাম সর্দারের ছেলে। তিনি বাসের কন্ডাক্টর ছিলেন।  

আহতরা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় কালিপদ নামে একজন জানান, আজ বেলা ১১টার সময় খুলনাগামী যাত্রীবাহী বাস পাটকেলঘাটার শাকদহ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বাসের কন্ডাক্টর রানা সরদার। এ সময় আহত পাঁচজনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। বাকি আহতদের সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারক করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত