চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় নিজের বোনকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাঁর ভাই। আজ সোমবার তিনি হত্যায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বোনের পরকীয়া সম্পর্কের কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
নিহতের নাম—মিম আক্তার মঞ্জুরা (৩২)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম—আলমগীর কবীর (৩০)। তাঁরা দর্শনার মোহাম্মদপুরের মৃত আরমান আলীর ছেলে-মেয়ে।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ আসামি আলমগীরের বরাতে বলেন, ‘আপন খালাতো বোনের স্বামীর সঙ্গে নিজের বোনের পরকীয়া সম্পর্ক জেনে আলমগীর। সেই সম্পর্ক থেকে বোনকে সরে আসার জন্য বারবার সতর্কও করেন তিনি। কিন্তু মঞ্জুরা ভাইয়ের কথা না শুনে সম্পর্কে লিপ্ত থাকেন। এ কারণে ক্ষুব্ধ ছিলেন আলমগীর।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পনামতো গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোনকে কৌশলে বাড়ির পাশের আমবাগানে ডেকে নিয়ে যান আলমগীর। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বোনের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বেগুন খেতে নিয়ে যান। সেখানে নিয়ে দা দিয়ে বোনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন আলমগীর। হত্যার পর ঘটনা অন্যদিক প্রবাহিত করার জন্য আসামি আলমগীর ধারালো দা দিয়ে নিজের মাথায় নিজেই তিনটি পোচ দেন এবং আমগাছে থাকা রশি নিয়ে নিজেই নিজের হাত-পা বেঁধে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করলে অপহরণের নাটক সাজিয়ে বিভ্রান্ত করেন আলমগীর। এ সময় তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।’
পুলিশ কর্মকর্তা নাজিম উদ্দীন আল আজাদ বলেন, মূলত তার সাবেক স্ত্রীর বাড়ির লোকজনের সঙ্গে বিবাদ থাকায় বোনকে হত্যার দায় ওই পরিবারকে দিতে চেয়েছিলেন আসামি আলমগীর। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সোমবার সকালে আলমগীরকে আসামি করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন তার বোনের স্বামী সুরুজ মিয়া।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও ডিবি পুলিশের ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে দর্শনার মোহাম্মদপুরে বাড়ির পাশের একটি বেগুন খেত থেকে মিম আক্তার মঞ্জুরার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গার দর্শনায় নিজের বোনকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তাঁর ভাই। আজ সোমবার তিনি হত্যায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বোনের পরকীয়া সম্পর্কের কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
নিহতের নাম—মিম আক্তার মঞ্জুরা (৩২)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম—আলমগীর কবীর (৩০)। তাঁরা দর্শনার মোহাম্মদপুরের মৃত আরমান আলীর ছেলে-মেয়ে।
সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ আসামি আলমগীরের বরাতে বলেন, ‘আপন খালাতো বোনের স্বামীর সঙ্গে নিজের বোনের পরকীয়া সম্পর্ক জেনে আলমগীর। সেই সম্পর্ক থেকে বোনকে সরে আসার জন্য বারবার সতর্কও করেন তিনি। কিন্তু মঞ্জুরা ভাইয়ের কথা না শুনে সম্পর্কে লিপ্ত থাকেন। এ কারণে ক্ষুব্ধ ছিলেন আলমগীর।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পনামতো গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বোনকে কৌশলে বাড়ির পাশের আমবাগানে ডেকে নিয়ে যান আলমগীর। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে বোনের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বেগুন খেতে নিয়ে যান। সেখানে নিয়ে দা দিয়ে বোনের গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন আলমগীর। হত্যার পর ঘটনা অন্যদিক প্রবাহিত করার জন্য আসামি আলমগীর ধারালো দা দিয়ে নিজের মাথায় নিজেই তিনটি পোচ দেন এবং আমগাছে থাকা রশি নিয়ে নিজেই নিজের হাত-পা বেঁধে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করলে অপহরণের নাটক সাজিয়ে বিভ্রান্ত করেন আলমগীর। এ সময় তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।’
পুলিশ কর্মকর্তা নাজিম উদ্দীন আল আজাদ বলেন, মূলত তার সাবেক স্ত্রীর বাড়ির লোকজনের সঙ্গে বিবাদ থাকায় বোনকে হত্যার দায় ওই পরিবারকে দিতে চেয়েছিলেন আসামি আলমগীর। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সোমবার সকালে আলমগীরকে আসামি করে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন তার বোনের স্বামী সুরুজ মিয়া।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন—সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও ডিবি পুলিশের ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে দর্শনার মোহাম্মদপুরে বাড়ির পাশের একটি বেগুন খেত থেকে মিম আক্তার মঞ্জুরার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
১০ মিনিট আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৮ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৮ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৮ ঘণ্টা আগে