শ্যামনগরে জাল টাকাসহ জামাই–শ্বশুর গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image

সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার শ্রীফলকাঠি গ্রামের জনৈক রবিউল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন–মনসুর আলী (৫৭), তিনি উপজেলার বাদঘাটা গ্রামের বাসিন্দা ও মিজানুর রহমান (৩১) কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা জামাই–শ্বশুর। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গ্রেপ্তাররা ঘরের বেড়া কিনতে রবিউল ইসলামের বাড়িতে যায়। দু’টি বেড়ার মূল্য বাবদ আট হাজার টাকা পরিশোধের পর ওই টাকা নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় প্রতিবেশীকে ডেকে নিয়ে দেখালে তিনি জাল টাকার বিষয়ে নিশ্চিত হলে শ্যামনগর থানা-পুলিশকে খবর দেয়। পরবর্তীতে দু’টি এক হাজার ও চারটি পাঁচ শ টাকা জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জব্দকৃত টাকাসহ গ্রেপ্তারদের নিয়মিত মামলায় কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত