প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে পৈতৃক দখলিয় জমিতে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ের নামে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে জমির মালিকদের পক্ষে হারুন আল কবির সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোমরাইল গ্রামের হারুন আল কবিরের দখলিয় ও পৈতৃক জমির ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় মশিউর রহমান, দেলোয়ার হোসেন জোয়ার্দার, মাহফুজুর রহমানসহ কতিপয় কয়েকজন ব্যক্তি। গত ৬ মার্চ রাতের আঁধারে এটি নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে ওই ঘরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ঘোষণা দেন।
গত মঙ্গলবার ওই স্থানে জমির মালিকপক্ষ পাকাঘর নির্মাণ করা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা মাইকিং করে প্রতিবাদ সভার আয়োজন করলে প্রশাসনের হস্তক্ষেপ তা পণ্ড হয়ে যায়। এ নিয়ে গতকাল বুধবার ইউএনও এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নেন।
রঘুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা জি এম শফিউল আলম, সবের আলী জোয়ার্দার, নাসির উদ্দিন, শাহজাহান সরদার, আশরাফ মোড়ল বলেন, যে জায়গায় রাতের আঁধারে আওয়ামী লীগ অফিসের নামে টিনশেড ঘর তৈরি করা হয়েছে সেটি হারুন সরদারদের জমি। তাঁদের এ হীন কাজে কেউ সমর্থন করছে না।
কোমরাইল গ্রামের আবু সাঈদ সরদার (৫৫) বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের নামে কিছু স্বার্থান্বেষী উচ্ছৃঙ্খল যুবক অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কোন দলের অফিস নয়। নেশাখোরদের লালনের জন্য রাতের আঁধারে এখানে অন্যের জমি দখল করে ঘর তৈরি করা হয়েছে। জবর দখলের নামে নোংরা স্থানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে তাঁদের অপমান করা হয়েছে।
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেসবাহুল আলম টুটুল বলেন, বিষয়টি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এই এলাকায় একটি দলীয় কার্যালয় প্রয়োজন আছে। কিন্তু তা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা উচিত। কারও ব্যক্তিগত দখলিয় জমিতে এটা করা উচিত নয়।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার বলেন, ‘রাস্তা সংলগ্ন খাস জমি আছে সেখানে দলীয় অফিসের ঘর করা হয়েছে। তবে পেছনে কতটুকু খাস আছে তা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার প্রতিবাদ সভা বন্ধ করে দিয়েছি। বুধবার আমি ও ওসি সাহেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে দেখা গেছে যে, এটা আবেদনকারীর পৈতৃক ও দখলিয়। পরে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছি।
খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে পৈতৃক দখলিয় জমিতে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ের নামে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে জমির মালিকদের পক্ষে হারুন আল কবির সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোমরাইল গ্রামের হারুন আল কবিরের দখলিয় ও পৈতৃক জমির ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় মশিউর রহমান, দেলোয়ার হোসেন জোয়ার্দার, মাহফুজুর রহমানসহ কতিপয় কয়েকজন ব্যক্তি। গত ৬ মার্চ রাতের আঁধারে এটি নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে ওই ঘরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ঘোষণা দেন।
গত মঙ্গলবার ওই স্থানে জমির মালিকপক্ষ পাকাঘর নির্মাণ করা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা মাইকিং করে প্রতিবাদ সভার আয়োজন করলে প্রশাসনের হস্তক্ষেপ তা পণ্ড হয়ে যায়। এ নিয়ে গতকাল বুধবার ইউএনও এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নেন।
রঘুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা জি এম শফিউল আলম, সবের আলী জোয়ার্দার, নাসির উদ্দিন, শাহজাহান সরদার, আশরাফ মোড়ল বলেন, যে জায়গায় রাতের আঁধারে আওয়ামী লীগ অফিসের নামে টিনশেড ঘর তৈরি করা হয়েছে সেটি হারুন সরদারদের জমি। তাঁদের এ হীন কাজে কেউ সমর্থন করছে না।
কোমরাইল গ্রামের আবু সাঈদ সরদার (৫৫) বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের নামে কিছু স্বার্থান্বেষী উচ্ছৃঙ্খল যুবক অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কোন দলের অফিস নয়। নেশাখোরদের লালনের জন্য রাতের আঁধারে এখানে অন্যের জমি দখল করে ঘর তৈরি করা হয়েছে। জবর দখলের নামে নোংরা স্থানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে তাঁদের অপমান করা হয়েছে।
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেসবাহুল আলম টুটুল বলেন, বিষয়টি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এই এলাকায় একটি দলীয় কার্যালয় প্রয়োজন আছে। কিন্তু তা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা উচিত। কারও ব্যক্তিগত দখলিয় জমিতে এটা করা উচিত নয়।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার বলেন, ‘রাস্তা সংলগ্ন খাস জমি আছে সেখানে দলীয় অফিসের ঘর করা হয়েছে। তবে পেছনে কতটুকু খাস আছে তা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার প্রতিবাদ সভা বন্ধ করে দিয়েছি। বুধবার আমি ও ওসি সাহেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে দেখা গেছে যে, এটা আবেদনকারীর পৈতৃক ও দখলিয়। পরে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছি।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
২০ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
২৫ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
২৫ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৩২ মিনিট আগে