অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বেঙ্গল মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।
মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম সাহাবুদ্দিন।
নিহতের ভাই ফরহাদ রেজা আজকের পত্রিকাকে বলেন, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন। মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনেরা আহাজারি করছেন। তাঁদের দাবি যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।
নিহতর স্ত্রী ঋতু বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো কোনো মামলা হয়নি। তবে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া বেঙ্গল মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।
মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম সাহাবুদ্দিন।
নিহতের ভাই ফরহাদ রেজা আজকের পত্রিকাকে বলেন, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন। মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদ হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনেরা আহাজারি করছেন। তাঁদের দাবি যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।
নিহতর স্ত্রী ঋতু বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।’
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনদের জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো কোনো মামলা হয়নি। তবে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
পদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৬ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১৬ মিনিট আগেব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৩৬ মিনিট আগে