কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন।
দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন।
দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১৩ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
১৭ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
৩০ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে