কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন।
দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন।
দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমন হোসেন। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, ‘ছাত্রদল নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।’
নতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
১০ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
২৭ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগে