Ajker Patrika

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ১৬
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী। 

এ ঘটনায় নিহত হয়েছেন সাতক্ষীরা সদরের চাইলতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাজন (২০)। আহত অপর আরোহী সাতক্ষীরা সদরের দক্ষিণ কামারনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেদি হাসান (১৯)। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চাকুন্দিয়া কালভার্ট নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাজন ও মেহেদি মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী মেহেদি হাসানকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 
 
এ ব্যাপারে খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনার পরই পরিবারের সদস্যরা নিহত ব্যক্তিকে বাড়িতে নিয়ে গেছে এবং আহত ব্যক্তিকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করেছে। তবে চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত