উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৫: ২২
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫: ৩০

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে। কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের অভিযোগে গতকাল সোমবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এদিকে মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান।

মামলার আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা সেলিম রেজা, আকিবুল হোসাইন, মাহাবুর হাসান বরি, আজহারুল ইসলাম মিথুন ও আব্দুল জব্বার।

যশোর জজকোর্টের আইনজীবী মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী মনিরুল ইসলাম মামলায় উল্লেখ করেছেন, বিবাদী সেলিম রেজা সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৯ মে নির্বাচনী পথসভায় তিনি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাদীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে মাদকসেবী ও মাদক কারবারি বলে উল্লেখ করা হয়। সেই বক্তব্য অন্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত