খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আইইএলটিএস বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণকক্ষে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।
এ সময় তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশেষত্ব রয়েছে। বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের সকাল ৯টায় ক্লাস শুরু হয় এবং বিকেল ৫টায় শেষ হয়। এ সময়ে সব শিক্ষককে পাওয়া যায়। যা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। এখানের পড়াশোনার মাধ্যম ইংরেজি। শিক্ষকদের ৪৫ শতাংশেরও বেশি উচ্চশিক্ষা বা পিএইচডিধারী। যা সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি বা উচ্চশিক্ষার ডিগ্রি বেশি।’
অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ছাপিয়ে বিদেশেও সুনামের সঙ্গে তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রাখছেন। যা সম্ভব হয়েছে শিক্ষকদের পরিশ্রম ও আন্তরিকতার ফলে। ক্লাস এবং ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যাপারে শিক্ষার্থীদের সময় দেওয়া রয়েছে এর পেছনে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা যে শিক্ষা পেয়েছি বা পাচ্ছি, তা আমাদের শিক্ষার্থীদের দিতে হবে।’
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে