বেনাপোল (যশোর) প্রতিনিধি
বছরে ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে যশোর বেনাপোল বন্দরের শ্রমিকদের অবদান থাকলেও তাঁদের ভাগ্যের কোনো উন্নয়ন নেই। কাজে স্বাস্থ্যঝুঁকি আর নিরাপদে পণ্য খালাসের সরঞ্জামটুকুও পান না তাঁরা। তবে, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
জানা যায়, দেশের স্থলপথে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যে হয় বেনাপোল বন্দর দিয়ে। আমদানির পরিমাণ বছরে ৪০ হাজার কোটি আর রপ্তানি আট হাজার কোটি টাকা। বন্দরে এসব পণ্য খালাসের সঙ্গে জড়িত রয়েছে প্রায় দুই হাজার শ্রমিক। বছরে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখছে বন্দর শ্রমিকেরা। সপ্তাহে সাত দিনে ২৪ ঘণ্টা পণ্য খালাসের কাজ করতে হয় তাঁদের।
নিরাপদ সরঞ্জামের অভাবে ভারী মালামাল থেকে শুরু করে অ্যাসিডের মতো পদার্থ ওঠানামানোর কাজ করতে হয় ঝুঁকি নিয়ে। পরিবেশদূষণে স্বাস্থ্যঝুঁকি তো আছেই। বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নেভাতেও ভূমিকা থাকে এই শ্রমিকদের। ভারী পণ্যের চাপায়, অ্যাসিডে পুড়ে জীবনও হারিয়েছেন কয়েকজন।
কাজের নিরাপত্তায় হেলমেট আর হ্যান্ডস গ্লাভসের দাবি জানালেও এ পর্যন্ত সরবরাহ করেননি সংশ্লিষ্টরা। পাননি চিকিৎসাসেবায় প্রত্যাশিত হাসপাতাল। নেই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা। বন্দর পরিদর্শনে এসে অনেকেই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি কেউ। এ নিয়ে ক্ষোভ জানান শ্রমিকেরা।
কয়েকজন শ্রমিকে জানান, ভারী পণ্য খালাসে নিরাপদ সরঞ্জাম মেলে না। খালি হাতে অ্যাসিড ও হেলমেট ছাড়া পাথর খালাস করতে হয়। কাজের স্বার্থে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত তাঁরা।
এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ওহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে ৯২৫ ও ৮৯১ দুটি শ্রমিক ইউনিয়নভুক্ত প্রায় দুই হাজার শ্রমিক রয়েছে। দেশের অর্থনীতিকে সচল রাখতে বন্দর শ্রমিকদের ভূমিকা বেশি। তাদের অধিকার বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও বিশ্রামে ব্যবস্থা করা হয়েছে। বন্দরে শ্রমিকসহ সর্বসাধারণের জন্য একটি হাসপাতাল ও স্কুল তৈরির জন্য জায়গা অধিগ্রহণে কাজ চলমান আছে।’
বছরে ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ে যশোর বেনাপোল বন্দরের শ্রমিকদের অবদান থাকলেও তাঁদের ভাগ্যের কোনো উন্নয়ন নেই। কাজে স্বাস্থ্যঝুঁকি আর নিরাপদে পণ্য খালাসের সরঞ্জামটুকুও পান না তাঁরা। তবে, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করছেন বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
জানা যায়, দেশের স্থলপথে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্যে হয় বেনাপোল বন্দর দিয়ে। আমদানির পরিমাণ বছরে ৪০ হাজার কোটি আর রপ্তানি আট হাজার কোটি টাকা। বন্দরে এসব পণ্য খালাসের সঙ্গে জড়িত রয়েছে প্রায় দুই হাজার শ্রমিক। বছরে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণে বড় ভূমিকা রাখছে বন্দর শ্রমিকেরা। সপ্তাহে সাত দিনে ২৪ ঘণ্টা পণ্য খালাসের কাজ করতে হয় তাঁদের।
নিরাপদ সরঞ্জামের অভাবে ভারী মালামাল থেকে শুরু করে অ্যাসিডের মতো পদার্থ ওঠানামানোর কাজ করতে হয় ঝুঁকি নিয়ে। পরিবেশদূষণে স্বাস্থ্যঝুঁকি তো আছেই। বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নেভাতেও ভূমিকা থাকে এই শ্রমিকদের। ভারী পণ্যের চাপায়, অ্যাসিডে পুড়ে জীবনও হারিয়েছেন কয়েকজন।
কাজের নিরাপত্তায় হেলমেট আর হ্যান্ডস গ্লাভসের দাবি জানালেও এ পর্যন্ত সরবরাহ করেননি সংশ্লিষ্টরা। পাননি চিকিৎসাসেবায় প্রত্যাশিত হাসপাতাল। নেই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা। বন্দর পরিদর্শনে এসে অনেকেই শ্রমিকদের ভাগ্য উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি কেউ। এ নিয়ে ক্ষোভ জানান শ্রমিকেরা।
কয়েকজন শ্রমিকে জানান, ভারী পণ্য খালাসে নিরাপদ সরঞ্জাম মেলে না। খালি হাতে অ্যাসিড ও হেলমেট ছাড়া পাথর খালাস করতে হয়। কাজের স্বার্থে ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত তাঁরা।
এ বিষয়ে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ওহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে ৯২৫ ও ৮৯১ দুটি শ্রমিক ইউনিয়নভুক্ত প্রায় দুই হাজার শ্রমিক রয়েছে। দেশের অর্থনীতিকে সচল রাখতে বন্দর শ্রমিকদের ভূমিকা বেশি। তাদের অধিকার বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।’
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে শ্রমিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও বিশ্রামে ব্যবস্থা করা হয়েছে। বন্দরে শ্রমিকসহ সর্বসাধারণের জন্য একটি হাসপাতাল ও স্কুল তৈরির জন্য জায়গা অধিগ্রহণে কাজ চলমান আছে।’
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
১১ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
১৮ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগে