Ajker Patrika

মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৯: ৩২
মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা

যশোরে ভরণপোষণ না দিয়ে মারপিটের অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা। গতকাল সোমবার মণিরামপুরের ভতরপুর গ্রামের মৃত সেকেন্দার দফাদারের স্ত্রী চান্দু বিবি (৪৮) এ মামলা করেন। এ মামলায় তাঁর ছেলে আনিচুর রহমানকে (৩০) আসামি করা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

মামলার অভিযোগে জানা যায়, সেকেন্দার দফাদার ও চান্দু বিবির ছেলে আনিচুর রহমান। বাবা সেকেন্দার দফাদারের মৃত্যুর পর ছেলে তাঁকে ভরণপোষণ না দিয়ে অত্যাচার নির্যাতন শুরু করেন। অভিযুক্ত আনিচুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা দাবি করে হুমকি দেন ও মারধর করেন। তাঁর নামে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেন আনিচুর। গত শনিবার আনিচুর চান্দু বিবিকে তাঁর নামে জমি লিখে দিতে বলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেন আনিচুর। এরপর মায়ের জমানো ৭৫ হাজার টাকা, গয়না ও মালামাল নিয়ে যান তিনি। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে আনিচুর তাঁদের খুন করার হুমকি দেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে ছেলের বিরুদ্ধে এই মামলা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত