মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বিয়ের ছয় দিনের মাথায় মুসলিমা খাতুন (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবার বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর পশ্চিম পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুসলিমার অপমৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। প্রকৃত ঘটনা জানতে থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মনিরামপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
এর আগে গত রোববার উপজেলার জয়পুর পশ্চিম পাড়ার আইয়ুব আলীর মেয়ে মুসলিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মামুদকাটি গ্রামের আবদুর রহমানের বিয়ে হয়।
নিহতের পরিবার জানায়, দুই দিন আগে গত বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান মুসলিমা খাতুন। আজ বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার কথা ছিল তাঁর। দুপুরে মুসলিমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মায়ের সঙ্গে কথা বলে পাশে চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মুসলিমা। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মুসলিমাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এরপর তাঁর ঝুলন্ত মরদেহ নিচে নামান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, প্রাথমিকভাবে নববধূর অপমৃত্যুর কারণ জানা যায়নি। তরুণীর পরিবারের দাবি, তাঁর মাথায় নানা সমস্যা ছিল। প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোরের মনিরামপুরে বিয়ের ছয় দিনের মাথায় মুসলিমা খাতুন (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মেয়েটির বাবার বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর পশ্চিম পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুসলিমার অপমৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। প্রকৃত ঘটনা জানতে থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মনিরামপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
এর আগে গত রোববার উপজেলার জয়পুর পশ্চিম পাড়ার আইয়ুব আলীর মেয়ে মুসলিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মামুদকাটি গ্রামের আবদুর রহমানের বিয়ে হয়।
নিহতের পরিবার জানায়, দুই দিন আগে গত বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান মুসলিমা খাতুন। আজ বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার কথা ছিল তাঁর। দুপুরে মুসলিমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় মায়ের সঙ্গে কথা বলে পাশে চাচার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন মুসলিমা। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মুসলিমাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এরপর তাঁর ঝুলন্ত মরদেহ নিচে নামান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, প্রাথমিকভাবে নববধূর অপমৃত্যুর কারণ জানা যায়নি। তরুণীর পরিবারের দাবি, তাঁর মাথায় নানা সমস্যা ছিল। প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে